অবাঞ্চিত তবুও স্বপ্ন

অনন্য অর্ণব ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১২:২১:৫২পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

কত না বলা কথার ভীড়ে কথারা হারিয়ে যায় -

বসন্তের বাউলা বাতাস, অনাগত শরতের এই পড়ন্ত বেলায়

মনের গহীনে ঢেউ খেলে কতো যাতনাময়ী স্মৃতি ।

 

কথা হয় পথভোলা কিশোরীর পথের সাথে- পথে,

এইতো সেদিন, অবনমিত শ্রাবণের নিঃশব্দ নৈঋতে

এক আকাশ নীলের স্বপ্ন নিয়ে শুরু হয় তার স্বপ্নযাত্রা ।

 

চন্দ্রদ্বীপ থেকে ভাওয়ালের শালবন হয়ে নিকলীতে -

কিশোরীর চঞ্চলা মন চপলা শ্রবণ উড়ুউড়ু প্রাণ পাখি তার

সে যে হারিয়েছে পথ, বাউলের সাথে তার বিভাগী সংসার।

 

হাওরের জলে ভাসা রাজহাঁসেরও আছে যৌবন-

দেখেছি উদাস মনে জলচর পাখিরাও করে আলিঙ্গন,

কিছু স্বপ্ন লেপ্টে ছিলো পানকৌড়ির উদ্ধত কামাতুর ঠোঁটে।

 

কিশোরী অবাক চায় অতলে ডুবে সে হায় ভাবনার অথৈ জলে

এতো প্রেম! বোঝেনা সে- কোথায় শিখেছে তারা কোন বিহারে

অথচ মানুষ আমি প্রেমহীন ভবঘুরে ভব সংসারে ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ