অবশিষ্টাংশ…..

বন্যা লিপি ১১ মে ২০২১, মঙ্গলবার, ১১:৪০:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

রাতের অনিয়ন্ত্রিত গর্ভে বেড়ে উঠছে অনির্বাচনীয় কিছু কষ্টের ভ্রুন!

টেবিলে রাখা ঘড়িটা ফুলহীন কাটায় ভর করে এগিয়ে চলছে মৃদু শব্দের আওয়াজে। প্রসবের যন্ত্রণা ঠোঁটে ঠোঁট চেপে ধরে আছি.... কখন ভূমিষ্ঠ হবে কাঙ্খিত শব্দের সদ্যজাত শিশু। সারিবদ্ধ মিছিলের আওয়াজ শুনতে পাই, শুনতে পাই জমা পড়ে আছে  হিসেবের গড়মিল লাল ফাইলে। একবুক ভর্তি শুন্য বাতাস ছটফট করছে বেরিয়ে জানালায় ভর করবে বলে।

খিরকীর ওপারে অজস্র বেগুণী ফুলের বাহার। দেখতে দেখতে প্রসবের যন্ত্রণা তীব্রতর আকারে রুপ নেয়।

একেকটা রাতের টুকরো দ্বিধান্বিত পসরায় নিজেকে সাজায় নির্বোধ প্রশ্নের কাঠিন্যে। সহজ বলে কিছু নেই..... তবু রাত বাড়ে- বাড়তে থাকে মাটি থেকে জলের দূরত্বের মত। দূরে দাঁড়িয়ে থাকে কম্পাস বিহীন জাহাজ; মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা জলসৈনিক জানে কেমন করে গিলতে হয় ভগ্নাংশের অবশিষ্ট.....

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ