অন্য মুখ

তাপসকিরণ রায় ১৯ জানুয়ারি ২০১৪, রবিবার, ০৯:৫১:১৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

রাতের আলো ছায়ায় সে কি তোমারই মুখ !

স্মৃতির সৃজন মন খুলে যায়

ধরো ভালবাসি যদি এখন,বাল্যে যে তোমাকে দেখেছি

সে তোমার কৈশোরের পাখিদের গানে নয়--

কিম্বা স্বপ্নের মেঘ উড়িয়ে বৃষ্টিঝর ধ্বনি শব্দে নয়--

কৈশোরের দেখা আর এক তুমি ছুঁয়ে থাকো বসন্ত...

 

ঘরের একলাটি তুমি জানালায় উদাস দাঁড়িয়ে

যদি দেখো নীলাকাশ,

তোমার ভাবনাতেই সেই গাঙ চিল ওড়া--

বাষ্পের উষ্মায় ঠোঁটের ঘ্রাণ নেওয়া,

অন্য কোন পাখির গান,

কাশ বনের ভেতরে তুমিও দেখো

অন্য মাতন হওয়ায় তার এলোমেলো অবিন্যস্ত চুল ভাবনা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ