অনু কাব্য//

বন্যা লিপি ১১ জুন ২০১৯, মঙ্গলবার, ১১:১০:৫৮পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

প্রলয়ঃ-

আজ বৃষ্টি ভিজুক
বৃষ্টির ক্ষিপ্রতায়......
আজ প্রলয় আসুক
প্রলয়ের আকাঙ্খায়....
আজ ফুল ফুটুক
ফুলের অপেক্ষায়!!
তবু মেঘ ভেঙেচুড়ে বৃষ্টি নামুক
অবিরাম বৃষ্টি চাওয়ায়---।

 

মেঘঃ-

তুমি মেঘ হলে...
তাই আমি বৃষ্টি হলেম!
তুমি ছুঁয়ে গেলে বলেই
পাতার পরে শিশির হলেম।
তুমি রাত জাগো বলেই
আমি রাতের নক্ষত্র হয়ে যাই----।

 

রোদে রাঙা একটা দিনঃ-

শেষ লাইনের শব্দেই সাজুক
রোদে রাঙা দিনের খেয়া।
আছড়ে পড়ুক পালকগুচ্ছ
সপ্তবর্না রঙ!!
সুপ্ত যত ব্যার্থতা...
থাকুক যত ক্রোধানলের দাহ--
আসুক ভরে রঙে রাঙা
একটা রোদের দিন।

 

তাই হোকঃ-

তাই হোক তবে......
এভাবেই কাটুক দেখা-অ-দেখায়,
প্রশ্ন করতে না পারা
কোনো নিশ্চুপ প্রহরের সময় গোনা!!
এভাবেই কেটে যাক দিনের পর দিন
সেই ভালো ----বেশ ভালো ---আরো ভালো।

 

স্মৃতির কাগজঃ-

স্মৃতির কাগজটা ভাঁজ করতে চাই....
বক্র কিংবা ভাঁজ কোনোটাই করা যায়না
কেন?
দিবালোকের মতো কপট চোখ তুলে
অবিরত কিলবিলিয়ে হামাগুড়ি দিতে থাকে,
কেন?
মিহি সুরের তাল লয়ে খনন করে চলে পাঁজরের খানাখন্দ!
কেন?
ফের যদি ফিরে আসে স্মৃতির জোনাকি....
ফেরত পাঠাবো হলদে খামে।

 

হিংসেঃ-

হিংসে গুলো বড্ড হিংসুটে!!
চোখ পোড়ায়--পোড়ায় অতল গহন।
বোঝাপড়ার ধার ধারেনা
এমনই তার ধরন।
হিংসেগুলো আসলেই বড্ড হিংসুটে ----!

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ