অপেক্ষার বেশ্যাবৃত্তি

ভোরের শিশির ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০২:০৮:৫৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আজ হতে তুলে রাখলাম; অধিকার নেই কারো আর,
যে মনে অন্য ছোঁয়া গ্রহণ করে; সে মনের আরাধনাতে
অপেক্ষার বেশ্যাবৃত্তিতে কাটবে কালের আঁধার।
'যদি' 'মতো' 'জানতেম' হয়ে যায় রোদেলা দিনে কুয়াশা,
সব কিছুই ফুরোবে; শুধু অধিকারটুকু থেকে যাবে অসূয্যার্স্পশী ছায়া হয়ে,
আড়ালে যে কায়া আছে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে
অধিকারের এক চিকন সূতো নিয়ে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ