“অখন্ডিত নিয়তি”

মনির হোসেন মমি ২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ০৯:১৮:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য

imagesজীবনকে জীবনের মতো
বাধাহীন দ্বিধাহীন
অনবরত দিয়েছি ছেড়ে ভাগ্যের দুয়ারে
যে ভাবে চলছে চলুক,
চলুক না
এইতো আমি,আছি বেশ।

জীবনের ভোরে দেখেছি স্বপ্ন
হাত পেতে চেয়ে নিয়েছি অল্প অল্প
জীবনের মর্ধ্যাহ্নে অভাবি তৃঞ্চায়
ভূভুক্ষ আমি,কর্মহীন জীবনে
চাইতে পরিনি সামান্য জল।

জীবনের... এই পরন্ত বেলায়
চাওয়া পাওয়ার কিছুই নেই যে আর
আছে কিছু নিয়ম  শুধুই দেবার
কি দেবো তোমায়!
কিছুইতো নেই সঞ্চয় আমার।

জীবনের প্রবাসী বেলায়
সকলি সুখ সুখ কুড়েঁ বেড়ায়
আমিও নই এর ব্যাতিক্রম
তবুও,
পাইনি খুজে সুুখের কিনারা
বর্তমানটাই নিলাম কুড়ে,
দুঃখই আমার সুখের সকল সীমানা।

জন্মের এক দিন মৃত্যুর এক দিন
দু দিনের মুসাফির জীবনে
শেষ অধ্যায়ে,"সূখ"
কে দেখিতে না চায়,
গত হলো কত কত আত্মীয় স্বজন
গত হলো আপন জন্ম স্থান
চোখ্খে দেখিনি সময়ের তাড়নায়,
পিতার বিদায়ী অস্তিমিত ক্ষনকাল
আজও ভুলিনী,ভুলতে পারি না
মনের অতৃপ্ত ছায়া কুড়ে কুড়ে ক্ষত করে
জীবনের সুখের সময়।

জীবনের লক্ষ্য
অলক্ষনীয় ভাগ্যের বিড়াম্ভনায়
অন্ধকার জীবন সমুদ্রে নিমজ্জিত,
চেয়েছি হতে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার
কিংবা কোন শিল্পির সম মর্যাদায়
হয়নি কিছুই,
হয়েছি কেবল অফিস কেরানি।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ