
শুরুতে পরিস্থিতি বিশ্লেষণ করি:
‘পরান’ এর দূর্দান্ত গেম্বলিং এবং মনোপলি দিয়ে সফল বাণিজ্য আর ‘দিন দ্যা ডে’র বিপক্ষে নানামুখী ষড়যন্ত্রের পরও ঠিকঠাক হলে টিকে যাওয়ার মতো সফলতার পর বাংলাদেশী সিনেমার আকাশে ঝলমলে সূর্য হয়ে দেখা দিয়েছে ‘হাওয়া’ সিনেমাটি। ঢাকাই সিনেমার এমন সুন্দর সময় গত ১০/১৫ বছরে দেখা যায় নি। যদিও এই সফলতার মূল ক্রেডিট অবশ্যই পাবে এজেন্সির প্রমোশনাল টিম। বাংলাদেশে বহু বছর ধরে ‘ধর পেরেক, মার বাড়ি’ টাইপ বাজেটহীন প্রমোশন নামক ভুল বাণিজ্যিক ভাবনাকে জোরছে ধাক্কাটা মারতে পেরেছে এজেন্সিগুলো। যদিও সন্দিহান, তাতে কেউ কিছু শিখেছে কিনা। পণ্যের রূপ-স্বাদ মূলত একই থাকে। কিন্তু তাকে উপস্থাপন এবং পৌঁছে দেয়ার আধুনিক রীতিকে যদি আজকের প্রযোজকরা গ্রহণ করে তবে এই সফলতা অব্যহত থাকবে।
এবার ‘হাওয়া’ নিয়ে কথা হোক।
সবার আগে কথা বলতে হবে ভিডিওগ্রাফি নিয়ে। এরচেয়ে ভাল অসম্ভব। একে তো অথৈ জল, তার উপর এতগুলো চরিত্র। আন্তর্জাতিক টপক্লাস ফেস্টিভলে সিনেমাটি সেরা চিত্রগ্রাহক/চিত্রগ্রহণ ক্যাটাগরীতে অসংখ্য পুরস্কার পাবার হুমকী দেয়ার যোগ্যতা রাখে। এরপর অবশ্যই বলতে হবে লাইটিং এর কথা। নদী/সমুদ্রে খোলা আকাশের নিচে দিন কিংবা রাতের মিড ক্লোজ/ ক্লোজ শট তবু না হয় নেয়া গেল। কিন্তু মিড লং বা লং শটের জন্য ম্যাজিক প্রয়োজন। লাইটিং এর এই ম্যাজিকটা সিনেমার প্রতিটি ফ্রেমে দূর্দান্তভাবে ছিল। অবশ্য নির্মাতা সুমনের বিজ্ঞাপন বানাবার দীর্ঘদিনের অভিজ্ঞতা এখানে মূল খেলাটা খেলেছে।
এই সিনেমার আরো একটি চ্যালেঞ্জ ছিল ফ্রেমের ব্যাকগ্রাউন্ড নিয়ে। জল এবং মরু দুটোই স্ক্রীনের জন্য রিস্কি বিষয়। ক্যারেক্টারের পেছনে বিশাল ফাঁকা অংশ, দেখতে দেখতে যে কোন সময় দর্শক ধাঁধায় পড়ে যাবার সম্ভাবনা থাকে। না থাকে রেফারেন্স, না ডেপথ। এই চ্যালেঞ্জ সফলভাবে উৎরে গেছেন ক্যামেরাম্যান এবং নির্মাতা।
অভিনয়ের কথা বলতে গেলে প্রথমের বলবো আর্টিস্ট সিলেকশনের কথা। জোর করে কাউকে নিতে হয় নি। রাজ বাদে বাকিরা বোধহয় থিয়েটারকর্মী। ফলে নৌকাটিকে মঞ্চ বানিয়ে দূর্দান্ত স্টেজ পারফরমেন্স দেখিয়েছে তারা। বিশেষ করে ‘গুলতি’ নৌকায় উঠার পর সবগুলো চরিত্রের ব্যাক টু ব্যাক ডায়লগ এবং পজিং চমকে দেবার মতো। আমার জন্য এখানে দুটো নতুন মুখ ছিল চমক। একজন শুকনা চশমা পড়া। আরেকজন মোটা করে করে, একচোখে বোধহয় সমস্যা। এতগুলো চেনা মুখের ভিড়ে, তারা কখনো হারিয়ে যায় নি বা মলিন হোন নি। এটাই একজন জাত শিল্পীর শক্তি। অন্যদিকে চঞ্চল চৌধুরীর ভাঙ্গা গলার ডায়লগ ডেলিভারী গতানুগতিকতাকে ভেঙ্গেছে দূর্দান্তভাবে। ‘পরান’ এর মনোপলি গেম দিয়ে রাজ আগামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বপ্ন দেখলেও, চঞ্চলের দূর্দান্ত পারফরমেন্স ‘শ্রেষ্ঠ অভিনেতা (খল নায়ক)’ এর স্বপ্ন ধাক্কা খেয়ে গেছে বলে ধারণা করা যাচ্ছে। এর বাইরে যারা ছিল তারা ন্যাচারাল অভিনয় করে সিনেমাটিকে জ্বলজ্বলে রেখেছে।
রাস্তায় সাপ নিয়ে ঘুরে বেড়ানো বেদেনীদের দেখেছেন নিশ্চয়ই। তেলতেলে টানা শরীর নিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়ায় তারা হাতে সাপ নিয়ে। আপনি তাদের কখনো দেখবেন না মাথা নিচু করে চলতে কিংবা নত স্বরে কথা বলতে। এক অদ্ভুত তেজস্বী তাদের পুরো লুকআপে থাকে সব সময়। ‘হাওয়া’তে নাফিসা কখনো সে ব্যাক্তিত্বের কাছাকাছি গিয়েছে, কখনো ফসকে গেছে। তবে তিনি যে আবেদনটা চোখে-ঠোটে তুলে ধরতে চেয়েছেন সেখানে তিনি সফল। এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমার বিচারে আগামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মিম এবং নাফিসার হাড্ডাহাড্ডি লড়াই হবে, যদি না উর্দি বয়ফ্রেন্ডরা একপক্ষে প্রভাব বিস্তার না করে।
সিনেমার গানগুলোর কোন আবেদন পাই নি। এমনকি ভাইরাল হওয়া ‘সাদা-কালা’ গানও বিশেষ ভাল লাগেনি। এটাও লাইম লাইটে এসেছে ‘বড় ছেলে’ নাটকের মতো এজেন্সির মাইন্ডগেম কারিশিমায়। তবে গানটির ভিজুয়্যাল বা ক্যামেরার কাজ অসাধারণ।
এবার ফিরি লেখাটির শিরোনামে। সিনেমার গল্পে কি আছে! আসলে কি দেখানো হয়েছে! সিনেমাতে নায়িকার চরিত্র এবং গল্প একদিকে যেমন দাদী-নানীর কাছে ছোটবেলায় শোনা মিথ বা রূপকথার গল্পের চরিত্র এবং কল্পকাহিনী। অন্যদিকে স্বর্পরাজ দেলোয়ার জাহান ঝন্টু স্যারের অসংখ্য সাপের কাহিনী নির্ভর সিনেমার এই সময়ের রূপায়ন। ‘হাওয়া’ সিনেমাটি ২৫/৩০ বছর আগে নির্মিত হলে ঝন্টু স্যারের সিনেমাই হতো। আর ঝন্টু স্যারের সিনেমা এই সময়ে নির্মিত হলে ‘হাওয়া’র মতোই হতো। অর্থাৎ সময়ের চাহিদা সফলভাবে পূরণ করা। অন্যদিকে অসংখ্য ভিনদেশী সিনেমাতে আমরা দেখেছি ব্যাংক ডাকাতী বা গুপ্তধন পাওয়ার পর যে সমাপনীটা নেমে আসে অংশগ্রহণকারী সবার মাঝে, এখানে সে থিমটাকেই নেয়া হয়েছে।
আর হ্যা, সিনেমার চরিত্রগুলো অবশ্যই গালিগালাজ ডিমান্ড করে। তবে কখনো কখনো অযচিত বা আরোপিত মনে হয়েছে। অতিরঞ্জিত ব্যপারটা অতি আবেগে হয়ে গেছে কিনা কে জানে!
সর্বোপরী ‘হাওয়া’কে বলা যায় সাইকোলজিক্যাল থ্রিলার। আবার বলা যেতে পারে মাইথোলজিক্যাল থ্রিলার। আবার চাইলে রিভেঞ্জ ড্রামাও বলতে পারেন। একটি সিনেমার এতগুলো রূপ ‘গুলতি’ মতোই রহস্যময়।
দূর্দান্ত ক্যামেরার কাজ, লাইটিং আর অভিনয় দেখতে চাইলে ‘হাওয়া’ পছন্দের তালিকায় রাখতে পারেন।
জয় হোক বাংলাদেশী চলচ্চিত্রের।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
আসলেই জয় হোক বাংলাদেশের চলিচ্চিত্রের
তির্থক আহসান রুবেল
জয় হোক
রোকসানা খন্দকার রুকু
দুর্দান্ত এক মুভি তবে আগের এ রকম মুভিগুলোও ভালো লাগতো। আপনার মুভি রিভিউ একটু অন্যরকম সুন্দর লাগলো।।
রিভিউ দারুণ হয়েছে।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ লেডি
হালিমা আক্তার
চমৎকার রিভিউ। শুভ কামনা রইলো।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
যদিও হলে গিয়ে সিনেমা দেখার সময় খুব কম, যদিও ফাকা থাকলেও অফিস ফাঁকি দেওয়া যায়না স্কুলের মতো। আপনার সাথে তাল মিলিয়ে ইচ্ছে করছে দেখতেই। সুন্দর উপস্থাপনা ভাই।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ ভাই। এই সেপ্টেম্বরে বেশ কিছু সিনেমা আসছে দেখার মতো। সুযোগ হলে দেখে নিয়েন
মোঃ মজিবর রহমান
ইনশা আল্লাহ ইচ্ছে রইল।
হালিম নজরুল
চমৎকার লিখেছেন। ভাল লেগেছে আমার।