একদিন-
অনন্ত নক্ষত্র আকাশ
আর সূর্য সীমানা পেরিয়ে
শৃংখলার শিকল ভেঙ্গে
আরো কাছে এসেছিলাম।
ভরা পূর্ণিমায়-
আকাশ ভরা মিথ্যে আলোর
রূপালী আভায়
একটু সুসময় চেয়েছিলাম।
আমার ভাল থাকার
পুরোটা প্রহর জুড়ে
একটু সুসময় চেয়েছিলাম
তোমায় মিথ্যে বলে।
Thumbnails managed by ThumbPress
১২টি মন্তব্য
প্রহেলিকা
ভরা পূর্ণিমায়-
আকাশ ভরা মিথ্যে আলোর
রূপালী আভায়
একটু সুসময় চেয়েছিলাম।
খুব ভাল লাগলো লিখাটি পড়ে কবি। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল। -{@
মানিক পাগলা
ধন্যবাদ প্রহেলিকা
নীহারিকা
(y)
মানিক পাগলা
😀
লীলাবতী
মুগ্ধ হলাম ভাইয়া -{@
মানিক পাগলা
মুগ্ধ করতে পেরে আনন্দিত হলাম
ধন্যবাদ লীলাবতী
খসড়া
ভাল লাগল।
মানিক পাগলা
ধন্যবাদ খসড়া
জিসান শা ইকরাম
ফলাফল কি? শুধুই হতাশা?
ভালো লেগেছে।
মানিক পাগলা
আকাশ ভরা মিথ্যে আলোর রূপালী আভায় হতাশা ছাড়া আর কিছু পাওয়া যায় না।
ধন্যবাদ জিশান ভাই
নাজমুল আহসান
:Approve:
মানিক পাগলা
ধন্যবাদ নাজমুল আহসান \|/