ফরমালিন নিয়ে সরকার একটু চাঙ্গা হইছে দেখছি।
ফরমালিন মিশানো ফল নষ্ট করে সরকার মজা পায় দেখছি। আর এই সুযোগে ভারতীয় ফল ঠুকবে তাও মানব না।
আমি চাই ফরমালিন আমদানীকারক ও বিক্রেতার উপর বিক্রীর নিয়ম কানুন করুন জাতে তারা ফল ও ক্ষতি করে এমন জিনিসে ব্যাবহার করতে না পারে। আমদানীকারক কথায় বেচল তা জানতে হবে যদি ফলে মিশানর উদেশ্যে কাঁরও নিকট বিক্রী করে তবে তার আমদানী লাইসেন্স বাতিল করুন।

ভাল মনে আছে সাবেক পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজ সাহেব বাজার থেকে কিভাবে পলিথিন উথাও করেছিলেন। তার মত মন নিয়ে কাজ করলে দেশের কন ফল আমাদের খয়ার জন্য থেকে বঞ্চিত হতে হবেনা। তিনি উদপাদন জায়গা থেকে সমুলে নষ্ট করেছিলেন। জার জন্য পলিব্যাগ বাজারে পাওয়া জেত না।

আমি চাই ফলে এই বিষাক্ত ফল্মালিন জাতে নায় পায় সেই ব্যাবুস্থা করতে হবে। ফল্বামালিন মুক্ত বাজার করুন তাহলে কন ফল নষ্ট করতে হবেনা।
আমাদের খাদ্য মত্রী কন জাতের জানিনা। তার খাদ্যের উপর বা দেশের খাবার নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা মনেই হিয় না। তার পরে যে মন্ত্রী হবে সে জানবে সে দেশের জন্য কি করেছে?

আমি চাই আগে ফরমালিন মুক্ত বাজার করুন। জাতে   যেখানে সেখানে ফরমালিন না পায় এই অসাধু ব্যাবসায়ীরা।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ