পরী

বনলতা সেন ২৯ আগস্ট ২০১৩, বৃহস্পতিবার, ১১:০৩:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

ভাবছি এবার পালাবো
করেছি পণ প্রাণ দিয়ে ,
পালিয়ে যে আমি যাবই
পালিয়ে যাব পালানোর কাছে ;
যেতে যে হবেই
যাই না কত কত দিন ।

শূন্যতায় পালাবো
শূন্য হয়েই পালাবো
পালিয়েই শূন্য হব ।
একাকার হব আলো অন্ধকারে ,
পালানোর কাঁধে মাথা রেখে
ধীরতায় নীরবের নানা প্রস্থ পেরিয়ে
কাল ঘুম ছুঁয়ে , পৌঁছে যাব পরীর দেশে ।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ