তামাল্লিমা

সাফায়েতুল ইসলাম ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ০২:৩২:২৫অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

তামাল্লিমার ভেতর দিয়ে গোটা পৃথিবীটা কতো বিমূর্ত আর বিমর্ষ আলেয়ার দিকে ফিরে গেছে। কতো কাল ধরে আমরা নিগৃহীত আর অবহেলিত অবস্থায় রাস্তায় পড়ে থাকলাম। ঠুনকো কাগজের মতো ধুলোবালি মাখা জীবন আমাদের। বহুকাল অপেক্ষায় থেকে সিদ্ধার্থের মতো তপস্যা করলাম, কেউ কেউ ফিরে এলো, উল্টেপাল্টে দেখলো আবার ছুড়ে ফেলে দিলো। অতঃপর বিশ্বাস করে নিলাম – এটাই বুঝি জীবন।

২৪০জন ১৭০জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ