তামাল্লিমার ভেতর দিয়ে গোটা পৃথিবীটা কতো বিমূর্ত আর বিমর্ষ আলেয়ার দিকে ফিরে গেছে। কতো কাল ধরে আমরা নিগৃহীত আর অবহেলিত অবস্থায় রাস্তায় পড়ে থাকলাম। ঠুনকো কাগজের মতো ধুলোবালি মাখা জীবন আমাদের। বহুকাল অপেক্ষায় থেকে সিদ্ধার্থের মতো তপস্যা করলাম, কেউ কেউ ফিরে এলো, উল্টেপাল্টে দেখলো আবার ছুড়ে ফেলে দিলো। অতঃপর বিশ্বাস করে নিলাম – এটাই বুঝি জীবন।
৩টি মন্তব্য
বন্যা লিপি
আমি আপনার লেখার কঠিন ভক্ত হয়ে গেলাম। অথচ আপনাকে দাম্ভিক ভাবতে ভালো লাগছে না।
হালিমা আক্তার
ধুলো মাখা জীবন। অল্প কথায় অসাধারণ চিত্র।
আলমগীর সরকার লিটন
চমৎকার