চাঁদের মৃত্যুকালে

মোকসেদুল ইসলাম ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ১১:২৪:০৯পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

মাঝে মাঝে ভুল করে পাথরেরও ঘুম ভেঙ্গে যায়

রাতের মৃত্যু হলেই বেঁচে ওঠে প্রভাতের আলো।
আঁধার রাতে গঙ্গার জলে পাপ ধুতে আসা পাপিষ্ঠ পূজারীর
শাদা চাদরের প্রান্ত বেয়ে উঠে আসে দীর্ঘশ্বাসের বাতাস
নিস্তব্ধ প্রহরে অবিরাম বর্ষণে ক্ষয় হয় মানবতার ভ্রুণ।

 

বুলেট কিংবা বন্দুকের ভাষায় নয়
কথা হোক এবার সত্যিকার মুখে মুখে।
আড়ালে নিন্দুকেরা অনেক কিছুই বলে
চাঁদের মৃত্যুকালে অশ্বের মত ছুটোছুটি করে
চাঁদের মৃত্যু হলেই যে সূর্য ওঠে এটা তারা বুঝেও বোঝে না।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ