এ প্রান্তের আমি

রিমি রুম্মান ১৪ ডিসেম্বর ২০১৩, শনিবার, ০৬:৫৮:১৮পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

অস্থির ভাবনায়___
অতিবাহিত হল অনেকগুলো দিন
দক্ষতার সাথে চিত্রায়িত সব ধ্বংসযজ্ঞ
অল্পতেই খুশী নিরীহ নিরপরাধ জনগন,
ঘরের বাইরে আসে দায়ে, ক্ষুদার দায়
কেউ ফিরেনা, কেউবা ফিরে যায়
দু'মুঠো অন্নের সন্ধানে আসা মানুষজন।

খুঁজে ফিরি___
জ্বলে পুড়ে অঙ্গার হওয়া মানুষটি
আমারই ভাই, বোন কিংবা কোন আত্মীয় কি_?
নাহ্‌, স্বস্তির নিঃশ্বাস ফেলি স্বার্থপর আমি
ক্ষণস্থায়ী শান্ত হয় অশান্ত অস্থির মনটি।

পরক্ষনেই___
একরাশ শূন্যতার জোয়ারে ভাসি
ক্রোধের আগুনে জ্বলি, গোঙাই
সবাই যে আমারই বোন কিংবা ভাই
অশ্রু জলে ডুবে ব্যথায় কোঁকড়াই
কালের সাক্ষী নিরপরাধ বৃক্ষের কথাও ভাবি
মানচিত্রের অন্য প্রান্তের এই আমি।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ