
জাতির শুন্য হৃদয় দিয়েছো ভরে,
হে প্রত্যন্ত অঞ্চলের বালিকারা,
অভিবাদন, অভিবাদন।।
জাতির কলঙ্ক দিয়েছো মুছে,
হে গ্রাম বাংলার খাঁটি সোনারা,
অভিবাদন, অভিবাদন।।
জাতির ফুটবল খড়ায় এনে দিয়েছো --
এক পশলা স্বস্তির বৃষ্টি,
হে "গাও-গেরামের" সোনার মেয়েরা,
অভিবাদন, অভিবাদন।।
(ওরা(নর) পারেনি তোমরা পেরেছো,
হে বাংলাদেশি সোনার কইন্যারা,
অভিবাদন অভিবাদন।। )
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল
এভাবে জয় হোক অবিরত!
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ লিটন দা, ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
অভিনন্দন সকল প্রমিলা ফুটবলাকে। তাদের জীবন হোক প্রফুল্লের আলোকবর্তিকা।
ছেলেরাও সাফফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে তখন আলফাজ ভাইয়েরা সোনার ছেলে ছিলো।
অভিবাদন মেয়েফুটবলাদের।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
হালিম নজরুল
অভিনন্দন
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ ভাই।