অবহেলা

তৌহিদুল ইসলাম ২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ১১:৫৩:২৪পূর্বাহ্ন চিঠি ২০ মন্তব্য

সময় করে আমাকে একটি বৈশাখী চিঠি দিও প্রিয়। চিঠিতে আমায় কোন বিশেষনে সম্বোধন করতে হবেনা, শুধু জিজ্ঞেস করলেই হবে আমি কেমন আছি।
কিন্তু তুমি ভালো আছতো??

বেশি কিছু নয় শুধু জিজ্ঞেস করো আমাদের বাসার কাঁচামিঠা আমের গুটিগুলি কত বড় হয়েছে। তুমি কি এখনো কাঁচা আমে লংকা মাখিয়ে খেতে ভালবাসো??

শুধু অল্পকয়েক শব্দে জিজ্ঞেস করো বৈশাখের এই প্রখর রোদ্রে আমি টিনের চালার বাসায় থাকতে পারছিতো? তুমিতো জানই এখানে পল্লীবিদ্যুতের কি অবস্থা!! চব্বিশ ঘন্টায় মাত্র আধাঘণ্টা করে মোটে তিনঘণ্টাই থাকে! তুমিতো আবার এত গরম সহ্য করতে পারোনা।
আচ্ছা তোমার ঘরের এসিটা ঠান্ডা বাতাস দিচ্ছেতো?? তুমি যে একবার বলেছিলে তোমার এসিটা সমস্যা করছে!!

কালবৈশাখী ঝড়ে মেঘের গর্জন শুনে তুমি কিন্তু ভয়ে গুটিয়ে থাকতে কানে দু হাত দিয়ে। এখনো কি ভয় পাও?  আমি কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছি। তুমিতো জানই এসব বৃষ্টি বাদলে আমার খুব ঘুম পায়। আরামের সুখনিদ্রা।
কিন্তু চিঠিতে আমায় জিজ্ঞেস করো এখনো বৃষ্টি এলে আমি জানালার পাশে বসে হাত বের করে দেই কিনা কেমন ?

আর বেশি কিছু তোমায় লিখতে হবেনাগো। আমিতো জানি তোমার সময় নেই এত কিছু লেখার। তবুও আমার খুব ইচ্ছে হয় অন্তঃত একটি চিঠি লিখবে আমায় এই বৈশাখে। শুধু চিঠির শেষে তোমার নামের জায়গায় লিখে দিও - অবহেলা

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ