আমারা সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ বিনোদনের জন্য যে স্কুল সেই স্কুলের বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য গতকাল ২৩শে ডিসেম্বর ১৬ স্কুল প্রাঙ্গণে পাপেট খেলা ও ঐ শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ এক আয়োজন করেছিলাম। তাতে স্কুলের স্বপ্নদ্রষ্টা এই ব্লগের ব্লগার আমার সোশ্যাল ওয়ার্কিয়ের প্রেরনা নীল্কন্ঠ জয়। আর এই স্কুলের, এই আয়োজনের নেপথ্য অনুপ্রেরণা আমাদের স্কুলের অন্যতম ডোনার এবং অভিভাবক, জনপ্রিয় কবি নুরুন্নাহার শিরীন আপু।এই স্কুলের সংগে সুনিবিড়ভাবে যারা জড়িত তাঁরা হলেন, ব্লগের মডারেটর আইরিন আপু, বন্ধুব্লগের পরিচালক এবং সুলেখক কবি রুদ্র আমিন,  জুলফিকার জুবায়ের ভাই, তানিম ভাই, মনির হোসেন মমিসহ অনেকে তাদের সকলের মঙ্গল কামনা করি।

এই আয়োজন সরবাত্বকভাবে কাজ করেছে এই ব্লগের ব্লগার বাংলার ভুত( মিঠু) আর পাপেট পরিচালনা করেছেন মিঠুর বন্ধদল শাহরিয়ার শাওন(https://www.facebook.com/shahriar.shaon2?)  নতুনভাবে আমাদের সংগে জুক্ত হয়েছিলেন ডাক্তার সাবিনা আপু(ইন্টারনিরত) । 
Image may contain: 27 people, people sitting

পাপেট শোর প্রস্তুতি পূর্বমুহূর্ত স্কুলের ছাত্রছাত্রী বসে আছে।

Image may contain: 1 person

পাপেট প্রদর্শনীর স্টেজ।


Image may contain: one or more people

পাপেট প্রদশনীর দৃশ্য।



Image may contain: 3 people, child

পাপেট দলের দ্বারা স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন উপকরণ দ্বারা তৈরিকৃত পাপেট প্রদর্শন দেখাচ্ছে।এবং পাপেট খেলা শেষ।

s1

স্কুলের ছেলেমেয়েদের মাঝে কেনা শো রুম থেকে সোয়েটার।

Image may contain: one or more people, people sitting, child and indoor

বাচ্চাদের মাঝে চকোলেট বিতরণ এতে মুখের বিভিন্ন ভংগিমা বলে ছেলেদের উচ্ছাস আনন্দ কত।

Image may contain: 4 people

Image may contain: 5 people, people sitting and indoor

সোয়েটার বিতরণ মুহূর্তে জুলফিকার জুবায়ের ভাই, মিঠু, হেডমাস্টার  ও মিঠুর সহকরমী।

Image may contain: 6 people, people standing and indoor

বিশেষ মুহুরতে আমাদের কয়েকজন।

Image may contain: 4 people, people standing and indoor

সকল কর্ম শেষে জুলফিকার ভায়ের শেষ ভার্সন বা চবক।

দেশের কিছু সংখ্যক সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের মাঝে আনন্দ বিনোদন দিয়ে নিজেরাই আনন্দিত। সকল মানুষ ভাল থাকুক। সকল সৃষ্টি ভাল হোক এই কামনা করি।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ