রক্ত

হোসাইন আহমেদ ২৮ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:৫৫:১২অপরাহ্ন বিবিধ ২১ মন্তব্য

অনুভবেই আমার রক্ত ক্ষয় হয়
ইতিহাস আমাকে রক্ত সঞ্চয় করতে শেখায়
জটিলতাকে আমি দুরই রাখি ঘেষতে দেই না কাছে
সাধারন্যেই আমার বাস বিষ নিয়ে
বিষ জালিয়ে পুড়িয়ে দেয় ভিতর শরীর

অসাহায়ত্বটাকে টেনে আনে বাহির থেকে ভিতরে
এক দুর্বল রক্তের দল তৈরি করে
যা ভংঙুর হৃদয়ের ভিত্তি স্থাপন করে নিরবে
আস্তে আস্তে নির্জীব করে এই জীবন
ইতিহাসই আবার সঙ্গী হয় বাঁচাতে

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • হোসাইন আহমেদ-এর রক্ত পোস্টে
  • হোসাইন আহমেদ-এর রক্ত পোস্টে
  • হোসাইন আহমেদ-এর রক্ত পোস্টে
  • হোসাইন আহমেদ-এর রক্ত পোস্টে
  • হোসাইন আহমেদ-এর রক্ত পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ