অপরাহ্নের ম্লান রোদ্দুর

রিতু জাহান ৫ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার, ১১:৩৬:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

অপরাহ্ণের ম্লান রোদ্দুর, ছায়াশীতল বিষন্ন পথ
ডেকে বলে,"চলে এসো পথ চলি
গোধূলি এখনো অনেক বাকি।"
আলস্যের তপ্ত দুপুর, রুক্ষ জট পাকানো চুলে ঢাকা পড়েছে শীর্ণ কপাল
কালি ঢালা দুটি চোখে ঘুমের আবেশ
অপরাহ্ণের এ ম্লান রোদ্দুর এক ফোটা লাবণ্য এনে দিবে কি এ মুখে?
বিষন্ন পথ মাড়িয়ে মাঠের এ প্রান্তে অপেক্ষামান গোধূলী।
এ যেন ঠিক, জীবনের অকাল বসন্তের কপালে সিন্দুরের টিপ।
তপ্ত দুপুর ক্ষণিক, নাকি গোধূলী ক্ষণিক?
পরিমাপ যাই হোক, সূর্যালোক শাশ্বত
তবু গোধূলির প্রতি আকর্ষণ তার অফুরন্ত।
শিশির ভেজা সকাল, তপ্ত দুপুর, ম্লান অপরাহ্ণ, দিনশেষে গোধূলী সবই বিধিবদ্ধ, গতানুগতিক।

,,,মৌনতা রিতু,,,,,,
৫/০৯/১৭.

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ