UBER ট্যাক্সি সেবা।

ইঞ্জা ২৬ নভেম্বর ২০১৬, শনিবার, ১০:১৮:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

উবার একটি এপস যা দিয়ে আপনি যে কোন মুহুর্তেই যেখানেই থাকুন, বিপদে আপদে একটা গাড়ী দ্রুত সময়ে নির্ধারিত ভাড়ায় আপনার কাছে পোঁছে যাবে যা বিভিন্ন দেশে এই উবার এপ্সের ব্যবহার বেশ জনপ্রিয়, এই এপসের বিষয়টা হলো, আপনার কাছে একটা গাড়ী আছে আর এই উবারে আপনি মেম্বার হলেন, যাত্রী আপনার কাছাকাছি অবস্থান থেকে এপস রিকোয়েস্ট পাঠালেন গাড়ীর প্রয়োজনে আর আপনি যাত্রীকে উঠিয়ে নিয়ে গন্তব্যে পোঁছে দিলেন আর নির্দিষ্ট ভাড়া আপনি পেয়ে গেলেন, এই এপসের মাধ্যমে যে কেউ (গাড়ীর মালিক) উপরি ব্যবসা করতে পারেন আবার দেশের পরিবহন আর যাত্রী বান্ধব এই উবার এপস,
কিন্তু আমাদের দেশে উবার এপ্সের ব্যবহার দুই তিন দিনের মধ্য বিআরটিএ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে কারণ হলো সরকারের আইনের পরিপন্থী এই ব্যবসা, এই দেশে ট্যাক্সি ক্যাব চালানোর জন্য সরকারের লাইসেন্স নিতে হয়, ভালো কথা কিন্তু মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনাদের কাজটাতো সঠিক ভাবে করুন, দেশের সিএনজি গুলো মিটার লাগালেও মিটারে চলেনা, এমনো হয় ১০০ টাকার ভাড়ার জায়গাই সময়ে ৫০০ টাকাও চেয়ে বসে, তার ইচ্ছে হলে যাবে না হয় যাবেনা, যাত্রীরা আজ তাদের ইচ্ছের কাছে বন্ধী। আরো আছে দেশে লাখে লাখে ভাঙ্গাচোরা ফিটনেস, ট্যাক্স টোকেন বিহিন গাড়ী চলছে সেগুলো তো আপনাদের চোখের সামনেই চলে নাকি, নাকি আপনারা কানা? আইন না থাকলেও মোটর সাইকেল চলে ফুটপাতে, দুইজনের বদলে পাঁচ জনও চড়ে চলে তখন আপনারা কি করেন নাকি চোখে দিয়েছেন টিনের চশমা, দরকার না হলেও কোটিপতিদের, লাকপতিদের কয়েকটা করে প্রাইভেট গাড়ীর রেজিস্ট্রেশন দিয়ে দেন চোখের পলকে কিন্তু সাধারণ জনগণের জন্য কি ব্যবস্থা আছে, কলা? প্রতি বছর শত শত মানুষ এক্সিডেন্ট করে কেন জবাব দেবেন, জানি দেবেন না কারণ আপনাদের আইনেই রয়েছে অনেক ফাঁক ফোকর, আইন না থাকলেও দেশে রেন্টে কার ব্যবসা চলে কিভাবে তা কেন চোখে দেখেন না, আইন না থাকলেও দেশে কয়েক লাখ গাড়ী আছে যা ভাড়ায় চলে দেশের বিভিন্ন প্রান্তে তাহলে উবার চলতে বাধা কোথায়?

আপনাদের কাছে এই আপামর জনতার অনুরোধ দয়া করে চোখ খুলুন, দুনিয়া এখন অনেক দূর এগিয়েছে আর কেন পিছিয়ে থাকবো আমরা, অসুবিধা তো নেই যদি উবার চলে এই দেশে যেমন চলে মালেশিয়া, থাইল্যান্ড সহ অন্য দেশে, দরকার হলে একটা আইন করে দিন, রাজস্ব আদায় হোক আরো বেশি বেশি, জনগণকে দিননা এই সুন্দর এপসের ব্যবহার, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশের সপ্নকে এগিয়ে নিতে এগিয়ে আসুন না।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ