নতুন বাসায় ওঠার পর থেকেই কেন জানি আমার রাতের ঘুম পালিয়ে গেছে। প্রতি মধ্যরাতে আমি চুপিচুপি ব্যলকনিতে গিয়ে পায়চারি করি৷ মাঝেমধ্যে বোকার মত আকাশের দিকে তাকিয়ে থাকি। নতুন বাসার চারপাশে অনেক গাছগাছালি আর তাতে প্রতি রাতে বিভিন্ন প্রজাতির পাখিরা এসে আশ্রয় নেয়। রাতে ওরা কত কিচিরমিচির করে। আমি মনযোগ দিয়ে শুনি। ওই পাখিদের মধ্যে কিছু [ বিস্তারিত ]