এক জীবনের গল্প লেখিকা সুরাইয়া নার্গিস। রণি বিছানা ছেড়ে ওঠে বসল। তখনও পুরোপুরি সকাল হয়নি। পূর্ব আকাশে সূর্যটা উঁকি মারার চেষ্টা করছে। দু' একটা পাখি কিচির মিচির শব্দও শোনা যাচ্ছে। বালিশের নিচ থেকে বাটন মোবাইলটা বের করে রণি চোখ বুলিয়ে দেখল মাত্র সাড়ে ছয়টা বাজে। এতো সকাল সকাল রণি খুব কমেই ঘুম থেকে ওঠে। না। [ বিস্তারিত ]