নীল

পাগলা জাঈদ ২৮ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০২:৩৯:২২পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

তোমার বুক বাগানের জারুলবনে ফুল ফুটেছে-
নীল।
চোখ দুটোতে সেই ফুলের'ই প্রতিচ্ছ্ববি-
নীলাভ।
মাথার ওপর হাসছে আকাশ-
নীলচে।

দেখতে কি পাও আমার মত ?
কষ্ট গুলো তাড়িয়ে বেরায়, খুব অবেলা, রঙ টা জানো ?
নীল!

প্রেম কি তবে চক্রাকারে নীলের জগৎ ?

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ