জোনাকিরা

বনলতা সেন ২১ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০৯:০৭:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

জোনাক জ্বলা রাত ভোরকে আগলে রেখে ঘুরে বেড়াও জোনাকির বেশে মেঘেদের আড়াল চোখে।
কোথায় হারাল আমার সোনা সোনা বন জ্যোৎস্না রাত ভোরকে আঁচলে বেধে।
জোনাকির কাঁপন তুলে ভালোবাসায় বেঁধা ঠাস বুননে এসো,জ্বলি সবুজের শিখা হয়ে।
ছেঁকে তোলা ডোরাকাটা রূপসী হিংসে আমাকে আর জাগ্রত করে না।
সুন্দরের হাতছানি শূন্যে ভাসিয়ে নিবিড় নিশীথের সতী মেয়ে এখনও একাকী।
এসো হে জ্যান্ত জ্যোৎস্না,তোমাতেই করি অবগাহন এই স্বস্তির নির্জন কবর পূর্ণিমায়।

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ