মনের জ্বালা

মোঃ মজিবর রহমান ৩০ নভেম্বর ২০১৩, শনিবার, ১১:২৫:০৭পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

রক্ত দিয়ে বাজী রেখছে, উচ্চে তুলেছে,

ভাষা  ,জাতি ও দেশকে।

কিন্তু আজ কি ঘটছে?

আমার কহিতে বাধা নাই, আপত্তি নাই

যে আমরা ,

অন্যায়কারী নয়, কর্ণধার নয়, কর্মীরা নয়,

আমরা দেশ ধংস্বকারী নয়?

নিজ মাথা ছাই গাদায় দিয়ে,

অন্যের মাথায় করছি রাজনিতি।

সত্য কিংবা মিথ্যার পথে

চলছি কিনা দেখি না,

ছা হয়ে ধাড়ীর পিছে

ঘুরে ঘুরে চলছি।

আছে জানি পানির ধর্ম

নিচু বেয়ে চলা,

ছাত্রের নয়তো ধর্ম,

অন্যের মাথায় চলা।

মানব জন্ম নয়তো স্বারথক

মানব সেবায় না থাকায়।

 

** ছাত্রবস্থায় লেখা একটি মনের জ্বালা নিয়েই এই লেখা ।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ