বেড়া

ছন্দা দাম ২ আগস্ট ২০২০, রবিবার, ০৭:২৪:৩৮অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

ক......কাঁটা তারের ওপার থেকে
ও বাড়ির আমিনা,😊
হেকে বলে কইরে জয়া...
রান্না-বাটি খেলবি না?

খ.....খালি পেটে কেঠো হাসি,
। জয়া বলে,.. না রে সই,
বাবা গেছে খুজতে কাজ,
খাব,ঘরে খাবার কই?

গ......গলাটাকে খাটো করে..
আমিনা তাকে ডাকে ধীরে,
এই মুড়ি বাতাসা খেয়ে...
‌ক্ষিধেটাকে রাখ মেরে।

ঘ......ঘরে ঘরে একই হাল,
করোনার মারে সই,
রিলিফের চাল ডালে....
জীবনটা চলে কই?

ঙ......সঙ সেজে কতো আসে...
সেবা করে ফোটো নিতে,
রোগী মা মোর বিছানায়
কে আসে উঁকি দিতে!!

চ......চারদিকে শুধু শুনি
এই রোগ...ছুঁলে হয়,
কাটা তারের বেড়াটাও
কেমনে সই পার হয়??

ছ......ছাড় সই,,,জয়া বলে..
হাত ধোঁস সাবানে,
সব থাক সরে সরে,
আমরা সরব কেনে??

জ.....জানিস তো স্কুল ছুটি,
ওন লাইনে হয় পড়া,
দুবেলার ভাত নাই...
ওই ফোন দেবে কারা??

ঝ.....ঝড়ে ভেঙে গেল ঘর,
মেটে দেয়াল চৌচির,
বই সব গেলো ভিজে
নেই পাট পড়াপড়ির।

ঞ.....মিঁঞা বেড়াল এরই মাঝে
কাঁটা তার পেরিয়ে,
এপারেতে চলে এল...
সব বাধা এড়িয়ে।

চ......চেয়ে....জয়া,আমিনা.
দুই সই উঠে হেসে,
কারো তরে নেই দেয়াল,
বাধা শুধু মানুষে।।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ