হে মুমিন মুসলমান

তোমরা কেন না শোকর এবং নাফরমান।

প্রভু দয়া করে যা দেন তার জন্য কেন কর না  শোকর গুজরান।

না শোকর জাতিকে প্রভু আর কতকাল যোগাবে

রিযিক আর ধন।

তোমরা কেন ভুল যাও তিনি হলেন রহমানির রাহীম বড়ই মেহেরবান।

তোমাদের পাপরাশি যদি তিনি প্রকাশ করিতেন

কিভাবে লুকিয়ে রাখতে তোমার চেহারা বদন।

চারিদিকে মানুষ থু থু ছিটাতো মুখে করতো কালিমা লেপন।

এই যদি হয় একজন আদর্শ মানুষের চারিত্রিক আর নৈতিক স্খলন।

তবে মানুষ কি করে বিশ্বাস করিবে আছেন কি এমন ভদ্র পবিত্র বান্দা সজ্জন।

মহান আল্লাহকে খুশি রাজি করতে নিয়মিত  কলেমা পড়ো।

নামাজ রোজা হজ্জ যাকাত ইসলামী রীতিনীতি মতো আদায় করো।

ভুলে যেওনা কভু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন।

সুদকে করেছেন হারাম তাই হালাল রিযিক আগে কর সন্ধান।

উপার্জন যদি না হয় হালাল তবে হালাল খাদ্য আর ইবাদত আসবে না কোনো কাজে।

ব্যবসায় ওজনে ঠকিয়ো না করোনা খাদ্য মজুদদারী মুনাফাখোরী কাজগুলো খুব বাজে।

দিও না খাদ্যে ভেজাল এতে তোমার আমলনামা হয়ে যাবে সব নষ্ট।

আখের গুছাতে গিয়ে ডেকে এনো না নিজের সর্বনাশ আর অনিষ্ট।

মহামারী দৈব দুর্বিপাক দূর্যোগের সুযোগে বাড়িও পণ্যের অস্বাভাবিক মূল্য।

যদি তা করো তবে নামাজ রোজা হজ্জ যাকাতের আল্লাহর দরবারে রবে কোন মূল্য।

সাবধান হও করোনা এতিমের সম্পদ বেহাত।

খেয়ানত করোনা মানুষের কষ্টার্জিত আমানত।

সবাইকে বুঝিয়ে দাও তাদের প্রাপ্য সম্পদ।

অন্যের প্রাপ্য না দিলে প্রাপ্যজন দেবে অভিস্মপাদ।

তুমি তো আদায় করো না শুকরিয়া যা কিছু আছে হীরা সোনা চাঁদি বিত্ত্ব বৈভব ধন সম্পদ।

বছর শেষে আদায় করোনা যাকাত অসহায় গরীব দুঃখী এতিমের হক আছে তোমার অর্জিত  সম্পদে।

তোমরা মনে কর যাকাত দিলে টাকা ধন সম্পদ যাবে কমে।

অথচ যাকাত দিলে পবিত্র হয়ে যায় টাকা ধন সম্পদ যা শুধু বাড়ে কখনো তা না কমে।

তোমার ধন সম্পদের রক্ষক হেফাজতকারী এবং বৃদ্ধিকারী হন স্বয়ং আল্লাহ।

হে মুমিন মুসলমানগণ অন্তর হৃদয় মন থেকে শোকর গুজার করে বলো আলহামদুলিল্লাহ।

 

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ