সোনেলায় চলছিল হেমন্তের প্রতিযোগিতা,
অনেকে লিখেছিল গল্প, কেউ কবিতা।
কেউ তুলে ধরেছিল নিজের অনুভূতি,
আবার কেউ লিখেছিল নবান্নের স্মৃতি।

লিখতে তো আমি পারি-ই-না!
তারপরও লিখেছিলাম "হেমন্ত বন্দনা–
শহরে হেমন্তের গন্ধ নেই" পোস্টখানা
কিন্তু নিজেরই পছন্দ হয়েছিল না।

হেমন্তের শেষে প্রতিযোগিতাও শেষ,
প্রতিযোগিতার রেজাল্ট এলো সর্বশেষ।
একজন হয়েছে প্রথম, একজন দ্বিতীয়,
প্রতিযোগিতায় আরেকজন হয়েছে তৃতীয়।

এরমধ্যে অনেকেই পেয়েছে নাম্বার,
৭১.৬৫.৬০.৫৮.৫৭.৫৫.৫৩.৪৪.৪৩. চমৎকার!
আমি পেয়েছি ৫৮, আমি হলাম ধন্য,
যা দিয়ে শুরু করা যায় উৎসব নবান্ন।

যাঁরা পেয়েছে ৭১.৬৫.৬০.৫৭.৫৫.৫৩.
তাঁরও আমার মতন হয়েছে ধন্য।
চুয়াল্লিশ তেতাল্লিশ পেয়েছে যাঁরা,
তাঁরও হাতে পেয়েছে আকাশের তারা।

ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনায়,
চিরকৃতজ্ঞ আমি অধম এই সোনেলায়।
ফলাফল ঘোষণাটিকে জানাই সাদুবাদ।
বিচারকমণ্ডলী আর ব্লগ টিমকে ধন্যবাদ!

সোনেলা প্লাটফর্মের সবাইকে আন্তরিক শুভেচছা!

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ