আমন ধান
হেমন্তে আসে কৃষক গোলা
মিষ্ট সুস্বাদু লাল ভাত।

ওহ! স্বাদ

ক্ষির পিঠা পায়েস সুমিষ্ঠ

সকাল বিকাল ঠান্ডা গরম।

 

সকাল বিকেল

রোদ্র মিষ্টি অতি মিষ্ঠ

গায়ে দেয় দোলা।

 

সকলে বসে একই

সংগে আত্বজ প্রতিবেশি

পিঠাবুলি ভোজন।

 

মাঠ সোনেলা ধানে

জ্জ্বল আর লালচে ধানে ভরি

উঠে প্রাণটা ঝলমলে।

আদুরি বায়ু
গায়ে লাগায় দোলা হিম
আলতো বাতাস তৃপ্ত।

হেমন্তীয় ফুলে
উঠোন গেছে ভরে বাগিচাও
ফুরফুরে  মনটাও।

 

বাহারী ফুলের 
হেমন্ত বুঝি ঠেলেই গন্ধ
প্রিয় ফুল দুলছে।

ছবি গুগল থেকে সংগৃহীত।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ