হায়রে সেবা প্রকাশনী

শিমুল ৫ এপ্রিল ২০১৫, রবিবার, ০৫:১৭:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

তখন অনেক ছোট আমি, ক্লাশ 3/4 এ পড়ি। পড়তাম নাটোর জ়েলা স্কুলে। বাসা থেকে স্কুল বেশ খানিকটা দূরে ছিলো। তখন রিকশা ভাড়া ছিলো বেশ কম। ৪ টাকা দিয়েই যাওয়া যেতো।আর আরেকজনের সাথে শেয়ারে গেলে লাগতো ২ টাকা(এখন ভাবাই যায় না) মা আমাকে রোজ ১০ টাকা করে দিতো স্কুল যাওয়ার সময়। আমি করতাম কি, হেটে যাওয়া আসা করতাম।খেতাম ২ টাকা দিয়ে ঝালমুড়ি আর প্রতিদিন ৮ টাকা করে বাচাইতাম, এভাবে ৫ দিনে জমতো ৪০ টাকা, কি করতাম জানেন?সেবা প্রকাশনীর স্টলে যেয়ে তিন গোয়েন্দার বই কিনতাম,ভলিউম কিনতাম সস্তা হয় বলে। একেকটা ভলিউমে ৩ টা করে বই থাকতো। বাসা এসে এক বসাতে অর্ধেক আর রাতে ঘুমানোর আগে বাকিটা পড়ে ঘুম, পরদিন আবার টাকা জমানো। আমার ছোট মানুষী মন টা কতটা তৃপ্তি পেতো আজ এত বছর পর হয়তো লিখতে পারবো না, বাট আই লাভ ইউ রাকিব দা। মিসিং ইউ সিন্স বয়হুড। মাই বয়হুড। রাকিব হাসান তিন গোয়েন্দা লিখতেন তখন। এর পর শামসুদ্দিন নওয়াব লেখা শুরু করলেন, তার লেখা পড়ে মেজাজ খারাপ হয়ে যেতো। উনি খারাপ লিখেন তা বলবো না,কিন্তু রাকিব দার ক্ষুধা কি তারে দিয়া মিটে? একসময় কিছুটা অভিমান করেই বাদ দিলাম তিন গোয়েন্দা। পরে সেবার মাসুদ রানা,ওয়েস্টার্ন,শিকারকাহিনী পড়ছি অনেক,বাট ছেলে বেলার সেই তিন গোয়েন্দা পড়া,নিজেকে তাদের একজন ভাবা দিন গুলো আর ফিরলো না, রহস্য পত্রিকা এখন ও মাঝে মাঝে পড়ি,যদিও আগের সেই বিভাগ গুলো নাই। কাজি আনোয়ার হোসেন অতি মাত্রায় ব্যাবসায়িক হয়ে গেছেন, সাহিত্যবোধ লোপ পাইছে তার। ক্ষতির মুখে পড়ছিলাম আমরা সেবার অন্ধভক্ত রা।আফসোস……………………… ^:^

 

সোনেলা তে নতুন আমি, লিখি ফাজলামি ডট কমে

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • কোনো মন্তব্য নেই!

ফেইসবুকে সোনেলা ব্লগ