স্রষ্টা তুমি সর্বক্ষেত্রে

নিতাই বাবু ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ০৩:৩৪:৫০পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

তুমি ভক্তিতে তুমি শক্তিতে

তুমি জীবের নিশ্বাসে।

তুমি পথে-ঘাটে তুমি প্রান্তরে

তুমি ধর্মীয় বিশ্বাসে।

 

তুমি পূজাতে তুমি মুক্তিতে

তুমি মন্দিরে উপাসনায়,

তুমি গির্জায় তুমি মসজিদে

তুমি ইদে রোজায়।

 

তুমি মরুভূমিতে তুমি পাহাড়ে

তুমি সাগরে হিমালয়ে,

তুমি আকাশে তুমি বাতাসে

তুমি ভূমিতে লোকালয়ে।

 

তুমি হিন্দুতে তুমি বৌদ্ধতে

তুমি ইসলামে তুমি  খ্রিস্টানে,

তুমি ধর্মে তুমি বিধর্মে

তুমি সমানে সমানে।

 

তুমি ভগবান তুমি আল্লাহ

তুমি গড ঈশ্বর,

তুমি গীতায় তুমি আল-কুরআনে

তুমি বাইবেলে সচরাচর।

 

তুমি সূর্যে তুমি চাঁদে

তুমি গ্রহে নক্ষত্রে,

তুমি সৌরজগতে তুমি বিশ্বব্রহ্মাণ্ডে

তুমি স্রস্টা সর্বক্ষেত্রে।

 

নিতাই বাবু

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ