স্যালুট–তোমায় , ওজিল…

সাইদুর রহমান সিদ্দিক ১৬ জুলাই ২০১৪, বুধবার, ০৯:১৯:২২অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

'মেসুত ওজিল-----স্যালুট দেওয়া ছাড়া কিছুই করতে পারলাম না তোমার জন্য'

ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ শুরু হওয়ার আগে থেকেই সারা বিশ্বে এক অতুলনীয় অম্বালীন স্বাদ গ্রহন করা শুরু করেছিল গোটা বিশ্ববাসী।

কত দেশের কত রঙের পতাকা উড়েছিল গাছে,বাড়ীর ছাদে,দোকানে মাঠে সহ ইত্যাদি ইত্যাদিতে ।

কেউ সুন্দর খেলার দেশের সাপোর্টার আবার কেউ বা সুন্দর ব্যাক্তির খেলার সাপোর্টার..!

কেউ বা উম্মাদ হয়েছিলেন ব্রাজিল ব্রাজিল নিয়ে আবার কেউ বা আত্নহারা হয়েছিলেন আর্জেন্টিনা আর্জেন্টিনা নিয়ে।

...আবার কেউ বা তোমার দেশ জার্মানী সহ অন্য অন্য দেশের জন্য হাহাকার।

তুমিও মুসলিম...আবার আমাদের দেশ সহ গোটা বিশ্বের অনেকেই মুসলিম...

সে টুকু ছিল হিডেন...?

"সরিষার অতি ক্ষুদ্র দাঁনাগুলির মাঝে তুমি ছিলে উজ্জল হিরে কণা"

আমরা শুধু উপরের দাঁনাগুলি দেখেছি কিন্তু কখনও নিজের হাত দিয়ে সরিষার কণাগুলি উল্টাতে চাইনি যে__যদি কিছু একটা পেতে পারি।

আজ তুমি নিজে নিজেই সেই দাঁনাগুলির ভিতর থেকে এমন ভাবে আলোকিত হয়ে উঠলে...যাহা দেখে বিশ্বের গোটা মুসলিম জাতি বিবেকের অন্তারাল থেকে বুঝাতে পেরেছ___আমরা প্রকৃত মুসলমান।

আমরা বিলিয়ে দিতে পারি অপর মুসলমানের জন্য আমাদের নিবেদিত প্রাণ।

আজ তুমি সকলের মাঝে স্বরনীয় হয়ে থাকবে...এক উজ্জল নক্ষত্রের মত।

আর রোনালদোর কথা না বললেই নয়___তুমি ও তোমারা রোনলদোর মত ফুটবল জগতের মাঝে সব সময় এমন উজ্জল নক্ষত্রের মত সারাটি সময় উজ্জলতার সাথে থাক।

তোমার বিশ্বকাপ জয়ের সকল অর্থ অনাথ গাজা শিশুদের জন্য দান করার জন্য তোমাকে জানাচ্ছি........

-স্যালুট।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ