প্রিয় একটি গান "অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিড়ে কেটে যায় আমার সময়"
গানটা প্রিয় হবার কারন, এর কথা গুলো আমাদের জীবনে কিছু গল্পের সাথে ক্ষাপ খাইয়ে নিয়েছে।
গানটাও একটা গল্প,কিছু পরিত্যাক্ত অনুভুতি মিশে আছে গানটির প্রত্যেকটি কাথায়।
যখনই শুনি, নির্বাগ স্রোতা হয়ে যাই। আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্যটা হারিয়ে ফেলি।
অন্ধকার ঘরে কোনঠাসা নাগরীক আমি স্মৃতীর মোহে হাতড়ে ফিরি তার বিবর্ন হওয়া অবয়ব।

প্রত্যেকটি মানুষ বেঁচে থাকে যতদিন না মৃত্যু এসে তার দরজায় কড়া নাড়ে।
কিছু মানুষের গল্প একটু অন্যরকম। মৃত্যুর আগেই তাদের মৃত্যু হয়ে যায়। স্মৃতী আঙীনায় কারো পদধুলি মিশে থাকে শেষ সময়ব্দি।
আমি জানি,কিংবা সেও জানে স্মৃতী কতটা যন্ত্রনাদায়ক। এর চেয়ে মৃত্যুই শ্রেয় নয় কি?
গানটাতে এই লাইনটায় অনেক বেশি আবেগের সাথে করুন একটা সুর মিশে আছে।
"আমার এ জগৎ বড় আগলে রাখে আমায়, তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়?"
চারপাশটা সত্যিই খুব যত্ন করে আমাদের আগলে রাখছে, মা বাবার ভালবাসা নিয়েই আমরা পথ চলতে শিখেছি।
বাইরের জগতে বন্ধু সম্পর্কটা অনেক নিবিড়।
একজন বন্ধুই পারে বিষন্নতা ভুলিয়ে সারাটাদিন হাসি আনন্দে মাতিয়ে রাখতে।
কিন্তু তারপরেও,  অন্ধকার রাতটা তো বারবার ফিরে আসে। সারাদিনের হাসি, ঠাট্টা, আনন্দ সব ভিজে ভেজা কাক হয়ে যায়। অন্ধকার চার দেয়ালের মধ্যে নিজেকে হারিয়ে ফেলাটা রীতিমত অভ্যাস হয়ে যায়।  শহুরে ব্যাস্ততার অবসান হয়ে যায়,  ব্যাস্ত মানুষ গুলোও ঘুমিয়ে পড়ে।
কিন্তু সেই অন্ধকার ঘরের মানুষটা  জানালা দিয়ে রাস্তার ল্যাম্পোস্ট গুলোর দিকে  বিষন্ন চোখে তাকিয়ে থাকে,  চোখে ঘুমের বদলে থাকে একহ্রাস শুন্যতা। সে ঘুমোতে পারেনা।

অদ্ভুত মানুষ!!

সে অন্ধকারে থেকে অন্ধকারেই হারাতে চায়। বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দেয়, তবু জানালার পাশ ঘেষে বসে থাকা আর সেই চোখের অবয়ব মনে করার শেষ চেষ্টা অন্য আবেশে নিয়ে যায়।
_প্রত্যেকটা মানুষের গল্পে কিছু খালি পাতা রয়ে যায়।সেই পাতাগুলোতেই একসময় তারা ভুলের অঙ্ক কষতে থাকে,কোন অবশেষ খুজে পায় না। তখনই মানুষ আফসোস করে " আমি এই ভুলগুলো কেন করেছি!" নিজের কাছেই এমন একটা প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু কোন উত্তর থাকে না। ততদিনেই হয়ত অপর পাশের মানুষটি  অন্ধকারে হারিয়ে যায়।

রবীন্ত্রনাথ ঠাগুর বলেছিলেন-"যে স্মৃতী স্মারকে আজ তুমি কাদায়েছো মোরে,সে স্মারকেই কাদিবে তুমি হারাবো যবে আধারে"

"অন্ধকার ঘরে" গানটার শেষ লাইনটা বড়ই মিথ্যেময়।  সন্ধ্যায় আকাশে মেঘ ছিলো,মাঝ রাতে বৃষ্টি এসে ভিজিয়ে দেবে বুঝতেই পারিনি।
রাস্তায় ল্যাম্পোস্টের আলোও নিভে গেছে।
এমন সময়ই গানটার শেষ লাইন শুনছি!
"একবার শুধু চোখ মেলো,দেখ আজ পথে জ্বালি আলো,তুমি আবার আসবে ফিরে,বিশ্বাসটুকু দু হাতে আকড়ে ধরে।"

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ