আমায় তুমি খুন করেছো
গুম করেছো, ঘুম কেড়েছো
স্বপ্ন দেখার সাধ কেড়েছো
মাঝ পথে দু-হাত ছেড়েছো
রক্ত মাখা হৃদয় খানি ইচ্ছে করেই-
আচ্ছা মতো হ্যাঁচড়া টানে বের করেছো!
তবু, ছ্যাঁচড়া আমি তোমার পানে তাকিয়ে তাকি
স্মৃতি মাখা অম্ল মধুর দিনগুলোর সব আগলেই রাখি।

আগলে রাখি বিলীন হওয়া হাওয়ায় মেশা মুখের হাসি
খুব যতনে সঙ্গোপনে বলছি আজোও ভালোবাসি
বলছি আজো তোমাকেই চাই চায়ের কাপে
ছলকে উঠুক হৃদয় আবার তোমার তাপে
বাজুক আবার মন-বীণা তোমার টানে
বলবে এবার ভালোবাসি কানে কানে?

আবার আমায় খুন করো গো নতুন করে
গুম নহে গো ঘুম দিয়ে যাও দু-চোখ জুড়ে
ঘুমের ভেতর যাক চলে যাক জীবন খানি
আর কত কাল টানবো বলো স্বপ্নের ঘানি?

তারচে ভালো ঘুমেই কাটুক দিন প্রতিদিন
চাইনা বাড়ুক স্বপ্নের কাছে আর কোন ঋণ!

জবরুল আলম সুমন
সিলেট।
২২শে ডিসেম্বর, ২০১২ খৃষ্টাব্দ।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ