স্বপ্নময়তা

রাতুল ১৪ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১০:৪৫:৪৭পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৬ মন্তব্য

আজ আমি ফিরবো বলে পণ করেছি,
হারানো পথ ধরে-
চেনা কোন লোকালয়ে।
আজ আমার স্বপ্ন গুলো ফুরিয়ে যাবে না,
সৃতি গুলো মুছে যাবে না,
আজ আমার ইচ্ছে গুলো-
মরে যাবে না।
আশা গুলো আজ আঁধারে হারাবে না।
হয়তো আজ আমি আঁধার এর নিমন্ত্রণ,
গ্রহণ করবো না।
আজ হয়তো,
ভুল করে আলোয় হারাবো।
আজ আবার,
স্বপ্ন ডানায় ভর করে-
আশার আকাশে উড়ে বেড়াবো।
আজ হয়তো,
মগ্ন হবো আলোর খোঁজে।
যে আলো ফিরিয়ে দিয়েছিল-
শূন্য হাতে।
আমি আজ ফিরে যাবো,
সেই পথ এ,
যে পথ আমায় ফিরিয়ে দিয়েছিল,
আঁধারের পানে।
আজ আমি মাথা তুলে ভোর দেখবো,
আঁধার কে পিছে ফেলে,
সকল বাঁধার শেকল ভেঙ্গে-
আলোর পানে ফিরে যাবো।
গোধূলির আলোয়, আজ রাঙিয়ে নিবো-
এই আমাকে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ