আমাকে অনেকেই ভুল বুঝে। কিছু একটা বুঝাতে গিয়ে হয়তো অন্য কিছু বুঝিয়ে ফেলি।

এই বিষয়টা নিয়ে লিখার কারন একটাই। তা হলো আপনি একজন সম্ভাবনাময় মানুষ।
যেহেতু সৃজনশীল লেখা লিখেন তাই আপনার অনেক অনেক লোকের সাথে পরিচয় হবে। অন্তত অনলাইনে।

সেই বিপুল সংখ্যক লোকের মাঝে সব দল আর ধর্মের লোকেরাই থাকবে। যখন আপনি একটি নির্দিষ্ট ধর্ম বা দলে কিংবা গোষ্ঠিকে কটাক্ষ করে লিখবেন তখন স্বভাবতই আপনার পাঠক শ্রেনী থেকে একটি বড় অংশ দুরে সরে যাবে।

আপনি হাজার ভালো লিখলেও তারা আপনাকে প্রোমোট করবে না। প্রোমোট বলতে আপনি লাইক কমেন্ট শেয়ার বা সত্যিকারের ভালোবাসা যে কোনোটাই বুঝে নিতে পারেন।

যখন কারো হৃদয়ে আঘাত লাগবে সেটা আপনি কোনো ভালো কাজ দিয়েই সারাতে পারবেন না। তাই আপনার যদি প্ল্যান থাকে যে আপনি একজন সফল = (অন্ধ) রাজনীতিবিদ হবেন, তবেই কেবলমাত্র আপনি কোনো দলকে আঘাত করে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধবাদীদের ভালোবাসার কোনো প্রয়োজন নেই।

কিন্তু আপনি যদি একজন ভালো লেখক বা নিরপেক্ষ সত্তার শিল্পী/সেলিব্রিটি হতে চান তাহলে আপনাকে অবশ্যই দল মতের উর্ধ্বে থাকতে হবে।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ