শৈশবের আনন্দ—২

জি.মাওলা ৩ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০১:০৫:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

শৈশবের আনন্দ--১
http://www.sonelablog.com/archives/9031

শৈশবের আনন্দ—২

আগের লিখায় শৈশবের খেলার কিছু কবিতা দিয়েছিলাম। আবার পরস্পরকে অপদস্থ করার জন্য এবং অন্যদের খেপাতে এমন কতগুলি , এমন কিছু ভাষা ব্যবহার করতাম আজ মনে পড়লে হাসি । যেমন-------------
>>ক্লস ওয়ান— খায় শুধু পান।
>>ক্লাস টু— খায় শুধু-----------
>>ক্লাস ত্রি—খায় শুধু বিড়ি/ পায়খানার মিস্ত্রি/করে শুধু বাবু গিরি।
>>ক্লস ফোর—হেড মাষ্টারের জুতা চোর।
>>ক্লাস ফাইভ— টানে শুধু পাইপ।
>> ক্লাস ছিক্সস—( বিড়ি) টানায় আনে মিক্স।
>>ক্লাস এইট—স্বর্ণের গেট/ করে শুধু ফাইট।
>> ক্লাস নাইন—মানে না কোন আইন।
>> ক্লস টেন—এদের বড় ব্রেন।
আবার কাওকে বলতে বলতাম এই বলতো লুঙ্গি, তখন তাকে অপদস্ত করতে এমন সব উপমা বলতাম। এখন মনে হলে ..................... হা হা.....................
>>লুঙ্গি—তোর বউ এর বাড়ি ঠুঙ্গি।
>>আলু—ঐ তোর খালু।
>>ঐ দেখ ঘুঘুর বাসা—মৌলভি তোর ভাল বাসা।
বেশি অপদস্থ করতে বলতাম--- ----- খাওনের এত শখ।
>>মুড়ির টিন—কালকে তোর বিয়ের দিন।
>> কাঁঠাল পাতা—কালকে তোর বিয়ের কথা।
>> ১কেজি দুধ—তুই শালার পুত।
>> ১০ টা ভুত—তুই শালা আমার পুত।
>> সেভেন—মেয়েকে বিয়ে দিবেন।
>> ব্লেড—---------- খাস কয় প্লেট।

>> সাপ----- আমি তোর বাপ।

আমার ষ্টক শেষ। অনেকে এমন এমন কিছু পারেন তা এত মজার যে মনে পড়লে একটু হেসে পোষ্ট শেষে কমান্ড করলে খুশি হই।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ