শেষ আশ্রয়

মোকসেদুল ইসলাম ২৫ জুন ২০১৪, বুধবার, ০১:০১:৫৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

এই ঘরেই আমার বসবাস হোক
সুখগুলো কুড়ে কুড়ে খাক জীবন
দুঃখের হাহাকার ঝেড়ে দিয়ে
নির্লিপ্ত মৃত্যু হাতে নিয়ে হলেও
তোমার এই বুকেই হোক আমার শেষ আশ্রয়।

অবারিত মনের প্রান্তর জুড়ে
পরিব্যাপ্ত সূর্যালোকের মতই
অনাবৃত থাকুক অপরিমিত ভালোবাসার প্রশ্রয়
আমি শেষ আশ্রয় নিব বলে।

বুক পকেট ভর্তি সরস জন্মান্ধ ভালোবাসা তোমায় দিব বলেই
শুষ্ক প্রান্তরে মাটিগন্ধী তৃষ্ণা আজও জেগে রয় আদিম সুখের আশায়
বুকের গহীনে লুকিয়ে থাকা ফুলের গন্ধে একটু বিমোহিত হবো বলে
বিষাদের আকাশ জুড়ে আজ নীলের ছড়াছড়ি।

তোমার বুকের জমিন জুড়ে নীরবতার চাদরে মুড়িয়ে থাকা নিষিদ্ধ ভালোবাসাও
বিবাগী মনে বয়ে আনে অবারিত শান্তির ফল্গুধারা।

এমন ঘরেই আমার বসবাস হোক
এখানেই হোক আমার শেষ আশ্রয়।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ