শেষ অবলম্বন

নিরব সাগর ২০ জুলাই ২০২০, সোমবার, ১০:০২:৪৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমরা একা জীবন কাটানো মানুষ গুলো অনেক দম্ভের স্বরে বলি, আমাদের কোন অবলম্বন দরকার নেই। যারা এ কথা বলি চরম মিথ্যে কথা বলি।

 

যে কেউ আমাদের চোখের দিকে তাকালেই বলে দিতে পারতো, তোমরা হয়তো অনেকদিন ভালো করে ঘুমাওনি।

কিন্তু কেউ কোনদিন আমাদের দিকে তাকাই নি।

 

যে কেউ আমাদের নিয়ে  ভাবলেই বুঝতে পারতো, আমরা অনেকটা অগোছালো ও ছন্নছাড়া হয়ে পড়েছি দিনের পর দিন ।

কিন্তু কেউ কোনদিন আমাদের নিয়ে একটুও ভাবেনি ।

 

যে কেউ আমাদের কথা একটু চিন্তা করলেই অনুভব করতে পারতো, আমরা বেশ উষ্ণ ও শুষ্ক অসুস্থ হয়ে পড়েছি কেমন যেন।

কেউ কোনদিন আমাদের অবয়ব কল্পনা করেনি।

 

যে কেউ আমাদের দিকে লক্ষ্য রাখলেই অনুমান করতে পারতো, আমরা কারো জন্য অপেক্ষা করেছি অনেকটা সময় ধরে।

কিন্তু আমাদের জন্য কেউ একটু অপেক্ষা করেনি।

 

অথচ ঐ দূরের আকাশটার  দিকে তাকালেই বোঝা যায় যে, তার জন্য দিনের সূর্য রাতের চাঁদ অনেকটা অপেক্ষা করে থাকে।

যেমনটা আমরা  কারো জন্য অপেক্ষা করি।

 

কারোর পায়ের সাথে পা মিলিয়ে অনেকটা পথ পাড়ি দেবার স্বপ্ন সবাই দেখে, কিন্তু তা পূরণ হয়ে ওঠে না। কোথাও যেন তার প্রতিবন্ধকতা থেকে যায়।

 

সকলেই কারোর হাতে হাত রেখে উষ্ণ আলিঙ্গনে একাকীত্ব দূর করতে চায়, হয়তো সেটা শুধু পরিকল্পনায় থেকে যায় ।

বাস্তবে মুখ ফুটে বের হয়ে আসতে পারেনা।

 

প্রতিটা মুহূর্তে সবাই একটা অবলম্বন আঁকড়ে ধরে নিঃসঙ্গতা কাটাতে চায়,যদিও তা পারেনা ।

শেষ অবলম্বন হিসেবে অসহায় লাঠিটায় শুধু সঙ্গী হয়।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ