শুধু একবার

ফারজানা আক্তার ৯ আগস্ট ২০২১, সোমবার, ০৬:২৩:১৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

শুধু একবার

ফারজানা আক্তার

ও দু চোখে হারিয়ে যাই এক গভীর প্রচ্ছন্নে
সখী একে কি বলে প্রেম না আরতি?
যে আরতি তোমার বন্দনা করে
তোমারে ভালোবেসে হৃদয় ধারণ করে।

ও দু চোখে একটাই জিজ্ঞাসা
ভালোবাসা না মোহ?
যা গভীর মায়ায় ডাকে
এ কেমন টান? যত ভাবি নিরুত্তর থাকি

এ কেমন যাতনা? যাকে চোখে হারায়
এ কেমন ব্যথা? ভালোবাসি না বললে মন কাঁদে
তোমার হাসি ভীষণ ভালবাসি
সুস্মিতা,ওই নীরব হাসি জ্যোৎসনা ছড়ায়
আমার দুঃখের সাগরে এক চিলতি আলো।

তোমার কাজল রেখা আমার চির চেনা
এ যেন আমার বেঁচে থাকার ফাগুন
তোমার ঠোঁট দিয়ে বলা কথন
আমার এ ছোট্ট হৃদয়ে স্বপ্নের মহি।

তোমার বলা প্রতিটি বাণী
আমার পথ চলার সাথী
বল না এ মোহ না বন্ধন
এ প্রেম না ভালোবাসা?

বল না প্রিয়সী,আমার বাসন্তী
একবার বলো ভালোবাস, শুধু একবার।

যা শ্রবণে অবাধ্য মনটা বাঁচে
হাজার বছর তোমার তপস্যা করে
তোমার গান গেয়ে জুড়াবে জ্বালা।

সাধন করে রাখবে অন্তরে, মনের পরতে
যেখানে তোমার বসবাস যুগান্তরের পথলোকে
আলিঙ্গনে আস্টেপৃষ্ঠে সারা মন জুড়ে।

বল এ ভালোবাসা না আবেগ
না গভীর ভাবাবেগ,যাতে হারায়
চোরাবালির মত শুধুই বেধেঁ রাখে
যা ছিন্নতে মন ক্ষত বিক্ষত।

গভীর অনুরাগে অথৈ জলে হাবুডুবু খায়
একবার বল ভালোবাস, শুধু একবার।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ