ঠুনকো প্রেম

ফারজানা আক্তার ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০১:৩৫:৪৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

ঠুনকো প্রেম

       ফারজানা আক্তার

কখনো আসলে হয়েছিল প্রেম?

মনের দূরত্ব কখনো গুছেনি

কোন ছিল না আবেগ,চাওয়া

তাতে কি কোন প্রেম থাকে?

 

কখনো মনের যত্ন নিয়েছ?

আমার ভাল লাগা জেনেছ

কোন ফুল ভালবাসি

কোন রং প্রিয়,প্রিয় জায়গা।

 

সারা দিন কোন কথা হয়?

ব্যাকুলতা দেখি নি কখনো,

প্রিয় কোন উপহার দিয়েছ?

এক দিন যাক,পাঁচ দিনেও

কোন কথা হয় নি অনেক দিন।

 

নিজের সুখের কথা,ব্যাথার কথা

ভাগাভাগি হয়েছে কখনো সখনো

আড়াল করেছ নির্বাক থেকে

দু এক কথা বলে পরখ করতে আস

সামলিয়ে অন্য কোন অজানা প্রহর।

 

ভেবেছ ঠুনকো ভঙ্গুর এক মন

যখন আসি পাব অনায়াসে,

ভেবেছ ভুল তুমি, নয় আমি

দিব মুক্তির হাসি,উড়ে যাও।

 

মুক্তি,তোমার নয় আমার

আজাদ পেয়েও ব্যথিত মনে

এক শারদীয় বাঁশির সানাই।

 

যাও তবে সেথায় তোমার মত

ফিরে চাইবে না ইতির ঠিকানায়।

আশকারা দিয়েছি চাহর করেছি

অনুঘটন ভাবার বাইরে নয়

 

কপাল পুড়েনি নিঃস্ব হয়নি

উজাড় করে নি কিছু

না জান কথা বলতে

ভালোবাসা একদম শূন্য

ঠুনকো প্রেমের সমাপ্তি

বেদনা হয় শুধু তার প্রাপ্তি।

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ