লেখনী ও ভাসান

তাপসকিরণ রায় ৬ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০১:১৭:২০অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৬ মন্তব্য

লেখনী

বুকের জাড়ানো কলমটি জানে শুধু আমার একাকীত্বের কথা,
--এ আনন্দ উচ্ছ্বাস জেনো ঢেকে রাখা ব্যথা, অবাধ ফেটে পড়া
দুঃখগুলি, লেখনী তুমি তো জানো অভ্যন্তর !
অশ্রু নেই কোথাও কাগজ ভরেছে জীবন কথায়।

ভাসান

তোমার ভাসান পাত্রে একটি জল ছবি--
ওদিকে খণ্ডিত মেঘের আকাশ--বাতাসে ভেসে যায় জীবন কথা,
কাব্য লিখেছি বৃষ্টি ঝরার দিনে--একটি যুগলবন্দী গান--
শিস বাতাসের মাথার ওপর চাঁদ উঠছে।
তোমাকে ছুঁতে যাবার অমোঘ ইচ্ছাগুলি বারবার নিজেরই কাছে ফিরে আসে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ