###লন্ডনে রামাদান ও হলুদ সাংবাদিকদের মুনাফা লাভের বিরাট এক সুযোগ.....

 

ইংল্যান্ডে রামাদান এলে কিছু অতি লোভী বাঙালি হলুদ সাংবাদিক আর বাংলা টিভি মিডিয়ার লোকেদের জন্য মুনাফা লাভের বিরাট এক সুযোগ তৈরী হয় |ইংল্যান্ডে বাংলা যে টেলিভিশন গুলোতে এই কাজ গুলো পুরো রমজান মাস আপনাকে আমাকে খানিকটা ইচ্ছার বিরুদ্ধে দেখতে হবে, সে গুলো হচ্ছে ATN bangla UK, NTV uk, Chanel I uk, Chanel 9 uk, Bangla TV uk , Chanel S uk ,ব্লা ব্লা---
###অল্প দিনেই পৃথিবীটা অনেক বদলে গেছে।
কিন্তু কিছু খারাপ মানুষ উন্নত দেশে থেকেও বদলতে পারিনাই তাদের ধান্দা-মান্দার ধরনটা |
বাংলাদেশের গরিব-এতিমদের নিয়ে লন্ডনেও একদল লোক চ্যারাটির নামে বিরাট ব্যবসা করছেন পবিত্র রমজান মাসে |
বাংলা টেলিভিশন চ্যানেল গুলোতে লিল্লার টাকা তোলার এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় |আমাদের দেশে অনেক মানুষই খুবই ধর্ম ভীরু !! তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করেন |আর বিলেতের কিছু ধান্দাবাজ এই সুযোগটাকেই কাজে লাগান |
একটা ব্যক্তি গত অনুসন্ধানে জানতে পারলাম, প্রায় প্রতি রাতে এক একটা বাংলা টিভি চ্যানেল ইনকাম করেন ১০ তেকে ২০ হাজার পাউন্ড | তারা কি ঐ সব টাকা ট্যাক্স দিয়ে থাকেন?  জানি চেরাটির জন্য ট্যাক্স সীমিত | কিন্তু টিভি চ্যানেল এর ইনকামের ট্যাক্স কি সঠিক ভাবে উনারা দিতেছেন ? মনে হয় না ?
###ইসলামিক আইনে আপনি, যে দেশে থাকবেন সেই দেশের আইন মানাতে হয় !! আর যদি কেউ ট্যাক্স ফাকি দিয়ে ধান্দা মান্ধা করে টাকা রুজি করেন - সেই টাকা কোন অবস্থাতেই হালাল রুজি নয় |
যারা উপস্থাপনা করেন তাদেরকে ব্যক্তি বুঝে ৫০০ পাউন্ড থেকে ১০০০ পাউন্ড প্রতি রাতের মাইনে দেন !! কি আজব ব্যাপার !!
কথা হচ্ছে যারা প্রকৃত অর্থে লিল্লাহ দিতেছেন , তাদের ঐ টাকা কি সঠিক জায়গায় যাচ্ছে ? যদি গিয়ে থাকে তবে ভাল ? আর না গিয়ে থাকলে অবশ্যই উনাদের এই টাকার হিসাব পরকালে দিতে হবে ?
লন্ডনে এখন নতুন নতুন লালসালুর আব্দুল মজিদরা হলুদ সাংবাদিকদের ব্যবহার করে রমজান মাসে ডিজিটাল উপায়ে রুজি রুজ্গারের লাউয়া ধান্দায় মহা ব্যস্ত |
#মজার ব্যাপার বাংলা খবর প্রচারের সময় টা অনেক সময় উনারা দিতে চান না |
আশাকরি,লিল্লাহ তোলার জন্য পবিত্র রমজান মাসকে উনারা ব্যবহার করবেন না |
###আল্লাহ আমাদের হেদায়ত দান করুন |
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ