রডের বদলে বাঁশ

মোঃ মজিবর রহমান ২৯ জুলাই ২০১৭, শনিবার, ০৪:০৭:০৩অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরীতে রডের পরিবর্তে আমাদের দেশের সুশিক্ষিত কন্টাক্টরগণ নিজেরা পকেট ভরতে দেশকে দিচ্ছেন আছোড়া বাঁশ আর সরকার পাচ্ছে আছোড়া তিরস্কার জনতা হতে।

এই যদি হয় দেশের অবস্থা তবে সরকার সহায় না অসহায়! যে সরকার এখান থেকে উত্তীর্ণ হতে পারেনা সেসরকার কিভাবে দেশের উন্নতি করবে সকল বাঁধা ডিঙ্গিয়ে!

এই দৃশ্যটি রাজশাহী মেডিক্যালের। এখানে থাকবে ডাক্তার, নার্স, ভবিষ্যতের ডাক্তার ও রোগীরা, ভাবা যায় কত বিপদ দেশের! গত ২০১২ সালের ১৭ জুলাই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিন উদ্বোধন করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের এক হাজার শয্যার ভবনটি।

রডের বদলে বাঁশ!-423541 | শেষের পাতা | কালের কণ্ঠ | kalerkantho

রডের বদলে বাঁশ দিয়েও শাস্তি নামমাত্র - Prothom Alo 

রডের বদলে বাঁশ: চুয়াডাঙ্গার ঠিকাদার ঢাকায় গ্রেপ্তার - bdnews24.com

আড়াই কোটি টাকার নির্মাণাধীন সরকারি ভবনে রডের বদলে বাঁশ!

দেশের কি অবকাঠমর উন্নতি এক্সপ্তাহের বৃষ্টিতে সব শেষ। বুঝা  যাচ্ছে উন্নতি কত দূরে। রাস্তার চেহারায় ।

নাম দেখানো গ্রেপ্তারে কোন যায় আসে না। তাতখনিক কঠিন হতে কঠিনতর শাস্তি লাগবে কেউ জাতে আর এই অন্যায় করার সাহসতো দুরের কথা কল্পনা বা চিন্তাতে না আনতে পারে। এই সরকারের নিকট কি আশা করা যাবে? আসলে এই বাঁশ খাচ্ছে সরকার এখন না বুঝলেও বুঝবে পরে। নেতারা কি বুঝবে, খেসারত দেবে ভুগতভুগি সমর্থকগোষ্ঠী। যাদের ঘরবাড়ী নিয়ে আবার আন্দোলন করার সুযোগ পাবে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ