যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
**********************************
অলৌকিক বৃষ্টিতে ধুয়ে যায় আঘাতের চিহ্নরা।
বেলা কত? রাত রাখা আছে বুঝি হৃদয়ে তোমার?
কোনো এক জলছবি নিশ্চুপ, ঘুমঘুম!
মাঝে মাঝে পাখিদের জীবন বড় ভালো লেগে যায়।
মাঝে মাঝে নদীর কথা বলো খুব বেশি।
মাঝে মাঝে লাল মাটির আঁকাবাঁকা পথে বাঁধা পড়ে যায় হৃদয় তোমার।
উঁচু নিচু ঢিবি, ঢিবির আড়ালে সন্ধ্যাতারার জ্বলে ওঠা, দেখো মাঝে মাঝে।
রাত রাখা হৃদয় ফিরে আসে, ফিরে যায়, ভেঙ্গে পড়ে, উঠে দাঁড়ায়
যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
তেমন একাধিক চিহ্নের ধুয়ে যাওয়া দেখো অলৌকিক বৃষ্টিতে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ