যুগল – একদিনের খাওয়াদাওয়া

সাবিনা ইয়াসমিন ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৪:০৩:০১অপরাহ্ন গল্প ২৩ মন্তব্য

- জান, এসো আজকে দই ফুচকা খাই 🙂

= এই মাত্র দুবার ডাব খেলে। সাথে ডাবের শাসটাও একাই খেলে, এখন আবার ফুচকা!

- তো? ডাব খেলে ফুচকা খাওয়া যাবেনা এমন কথা কোথায় কোন জ্ঞানী ব্যক্তি লিখে রেখেছেন?

= হুম, বুঝছি, না খেয়ে তুমি আমাকে নিস্তার দিবে না। ( মুখ গোমড়ার ইমো হবে এখানে)

তমাল মুড অফ করেই নিয়ে এলো এক প্লেট তরতাজা দই-ফুচকা! 😍😍

তরু মজার জিনিস চোখ বন্ধ করে খায়। তাই চোখ খুলে দেখলোই না। তমাল একটা একটা করে ফুচকা তরুর মুখে পুরে দিচ্ছে আর তরু গপাগপ খেয়ে যাচ্ছে। 🙂

খেতে খেতে তরু বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল আছে ফুচকায়! প্রতিবারই একটু বড় করে হা করতে হচ্ছে, কিন্তু ফুচকা মুখে যাওয়ার পর সাইজ আবার ঠিকঠাক! ব্যপারটি কি হতে পারে?

বন্ধ চোখ মেলে সরাসরি ফুচকার প্লেটের দিকে নজর দিলো। ওওহো, তাহলে এই ব্যাপার !

সব ফুচকা থাকে গোলগাল, আর তমালের আনা ফুচকার সবকটা কিছুটা লম্বাটে! আবার কিনা প্রত্যেকটা ফুচকার এককোন বাঁকা!!

- তমাল, তুমি আমাকে বাঁকা ফুচকা খাওয়ালে! এমন আজব জিনিস কই পেয়েছো? 😡😡

= কি করবো জানুসোনা? তুমি আমার এন্টিক প্রেমিকা, তাইতো তোমার জন্যে আজব জিনিস যোগাড় করে আনি। 🙂

- ধ্যাত! এতো প্রেম ভাল্লাগে না। তুমি আর তোমার ফুচকা এক একটা আজব ভাস্কর্য। আর খাবোই না..

হু আর খাবোই না.., 🙂 🙂

★ যুগল-৪

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ