মৃত্যুর পর এ দেহের কি হবে?

যত প্রিয়জন ই হোক না কেন তাকে মৃত্যুর পর ছেড়ে আসতেই হবে ।

নশ্বর দেহটা এর পর বিনষ্ট হবে ।

কবরে কফিনে নয়ত চিতায় পুড়ে চিরতরে নিঃশেষ ।

এভাবেই শেষ হয়ে যাবে এত সাধের এই দেহ ।

আমার বহু দিনের ইচ্ছা আমি মৃত্যুর পর আমার দেহের যেসব অঙ্গ পুনরায় ব্যবহার উপযোগী সে গুলি দান করে যাব । এমনিতেই এগুলো নষ্ট হয়ে যাবে । এর চেয়ে ভাল একজন অন্ধকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেয়া । একজন বিকল কিডনির মা কে তাঁর সন্তানদের মাঝে ফিরে যাওয়ার ব্যাবস্থা করা।

আমি মারা গেলেও ঐ অন্ধ লোকের চোখ দিয়ে আমি পৃথিবী দেখব ।
একটা কিডনি দানের মধ্য দিয়ে হয়ত একটা পরিবারের সবার মুখে হাসি ফুটবে । মৃত্যু পথযাত্রী খুঁজে পাবে জীবনের আলো ।

যদি ঈশ্বর জিজ্ঞাসা করেন তুমি তোমার অঙ্গ দান করেছ কেন ?

আমি বলব আমার স্বর্গের প্রয়োজন নেই । আমি মাটির পৃথিবীতে স্বর্গ সুখ তৈরি করে এসেছি ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ