মৃত্যুঘুম

রায়হান আহমেদ ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০২:০১:২৮পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

ঘুম এক প্রকার মৃত্যু
অথবা, মৃত্যু এক প্রকার ঘুম
পার্থক্য এই যে,
ঘুম ভাঙে কিন্তু মৃত্যু ভাঙেনা।
গতরাতে ঘুমোবার পরে
ঘুম থেকে জেগে,
নিজেকে আবিষ্কার করলাম
হিমঘরে, ডিপফ্রিজারেটরের মাঝে
চতুর্দিকে আটকে দেওয়া বরফ দেয়ালে
অথবা, পেরেক ঠোকা কফিন হাউজে।
তারও আগে, ঠিক মধ্যরাতের দিকে
ছিলাম ডোমঘরে,
স্যাঁতস্যাঁতে হাওয়ায় ভেসে চলেছিল রাতভর
ডোমেদের কাঁটাকুটি খেলা।
কেউ হাত, কেউ বা পা
অথবা, কোন স্পর্শকাতর স্থানেও
চলেছিল নিবিড় কাঁটাকুটি খেলা!
তারপর এই এখানে ঘুম
নিগূঢ় ঘুমের যাপন অবিরাম
হয়তো এ ঘুম ভাঙার নয়।

তাং : ০৯.১২.১৫ ইং।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ