মুক্তি

বায়রনিক শুভ্র ২২ মার্চ ২০১৭, বুধবার, ০৯:৫০:৩২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

শরীর যখন অনিষ্ট করায় অগ্রগামী
তখন মনের চার পাশে পাচিল তুলে ফায়দা কি ?
হৃদয়বতী তার চেয়ে বরং সোনার খাচা তৈরি কর
শীততাপ যন্ত্র উষ্ণতা শুষে
তৈরি করে অদ্ভুত স্যাতস্যতে শীতলতা
হলেই বা দাড়ের ময়না
হয়ত এই সোনার খাচা বাচিয়ে দেবে তোমার
আজন্ম লালিত অলীক কুমারিত্বকে ,
বেচে যাবে তোমার কুক্ষিগত অহমিকা।।
মুক্তির ঘ্রাণ তোমার জন্য নয়

চোখ কানের তালা ভেঙ্গে একবার
রোদে এসে দাড়াও
জল কাঁদায় নোংরা হয়ে যাওয়া মাঠে
একবার উলঙ্গ পায়ে হেটে দেখো
যে পাপময় ছোয়াছুয়িতে তোমার এত ভয়
ঠুঁটো ভগবানের নিকৃষ্ট গ্রন্থের দালালি করে
যে আদিম আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করছ
শুধুমাত্র এই নিষিদ্ধ উপসনাই স্বর্গ কে টেনে হিচড়ে
পৃথিবীতে তোমার পায়ের কাছে নিয়ে আসতে সক্ষম ।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ