মায়া !!!

মনির হোসেন মমি ৬ ডিসেম্বর ২০১৩, শুক্রবার, ০৪:৩৮:০১পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ঘড়ির কাটাটা টিন টিন করে বেজে উঠল

এখন রাত্রী চারটা,

ঘুম নেই চোখে,অভ্যাসটা যেন

বহু পুরনো দিনের।

কখনও রাত্রী দুটা কি তিনটা কর্মশেষে

ভোরের পাখী ডাকতে না ডাকতেই,

আধো ঘুমে,হুর হুর করে

ছুটছি আবার রানারের মতন।

আবারও অপেক্ষার পালা যখন বেলা পাচটা

ক্লান্তির ঘাম মুছে যায় অন্যত্র পার্ট কর্মের ,

যাত্রার হিমেল বাতাসে

এরপর আবার এলো রাত্রী,সেই চিরচেনা রূপ নিয়ে।

ভাবনা আমায় ভাবায় না

ভাবনার নেই কোন সীমানা,

ভেবেছি বহুবার উত্তর মিলেনি

কেনো?কোথা হতে এসেছি?

আবার যাব কোথায়?

কেনোই বা

প্রশ্ন?

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ