মায়া বন্দরে কয়েক প্রহর – ২

নবকুমার দাস ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৮:০৮:৩৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর - ২

নবকুমার দাস

অনির্ণেয় স্রোতে ভেসে আছি আকাশগঙ্গায়,
গহীন কৃষ্ণগুফা এবং আলোময় নীহারিকায়,
চঞ্চলা চারপাশে,অনন্ত জলধি সৌরসংসারে;
মায়াজালে আটকে রয়েছি,মধুময় ভ্রমে ভ্রমরে।

এই মায়া পৃথিবীর মধুশালায় আমদের সহজ সুর,
আমাদের পলক প্রহর, স্পন্দন বৃত্ত অজেয় মৃত্যুর;
নক্ষত্ররেণু গড়েছে আমাদের, সতত ভিন্নতর সন্নিবেশ।
খরতর চাঁদের মোলায়েম জোছনা,সৌরমুকুটের উদ্ভাস
গড়েছেন আমাদের প্রিয়তমা,চপল কালের মন্দিরা
অপাড় মাধুরী এ‘দুনিয়ায় ধরা-অধরা ,পরা-অপরা ।
কাটাতে এসেছি প্রহর আশ্চর্য এই মায়াবন্দরে
অজ্ঞেয় পথনির্দেশ,দুর্বল কাছি,জংধরা নোঙরে ,
মায়াজালে আটকে রয়েছি, মোহ-মাতাল প্রহরে ...

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ