মানুষই রাক্ষস

নিতাই বাবু ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ১১:৪৫:৫৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

শিশুকাল কেটেছে আমার রাক্ষসের ভয়ে,
মা বলতেন, দেখো সাবধানে থেকো খোকা
রাক্ষসে ফেলবে যে তোমায় খেয়ে!

থাকতাম ভয়ে ভয়ে, দিন আর রাত হলে,
ভাবতাম এই বুঝি রাক্ষস মারলো থাবা
দৌড়ে আশ্রয় নিতাম মায়ের কোলে।

বড় হয়ে দেখি হায়! রাক্ষস গেলো কোথায়?
খুঁজেছি অনেক, রাক্ষস দেখিনি কোথাও
দেখেছি মানুষেই তো সব গিলে খায়!

মায়ের ওইসব কথা সবই ছিল ভয় দেখানো,
ছিল খাবার খাওয়ানো ঘুমপাড়ানির গান
মানুষ যে বড় রাক্ষস, মা বলেনি কখনো!

জীবের সেরা মানুষ, নাইতে কারোর হুশ!
বনের পশুপাখি তরুলতা গিলে খায়
ক্ষুধা নিবারণে সবাই হ'য়ে বেহুশ!

মানুষ নামের রাক্ষসগুলো খায় যতসব,
খায় টাকা-পয়সা, ঘুষ, মানসম্মান
বুঝেছি মানুষই রাক্ষস, মনুষই সব!

 

ছবি ইন্টারনেট থেকে।  

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ